ইসলাম ডেস্ক: আমরা যারা মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর উম্মত তারা সবাই খুব ভাগ্যবান। কেননা আল্লাহ তায়ালার হাজার হাজার নবীদের কেউ তাদের উম্মতের জন্য শাফায়াত করবেন না। কিন্তু আমাদের শেষ নবী প্রিয় রাসূল (সা.) তাঁর উম্মতের জন্য শাফায়াত করবেন। কিন্তু রাসূল (সা.)এর উম্মতের মধ্যে কে সর্বোত্তম উম্মত বা কে সর্বোত্তম মুসলিম, আমরা কি তা জানি? চলুন হাদিসের আলোকে তা জেনে নিই-
আবূ মুসা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রসূল! সর্বোত্তম মুসলিম কে? তিনি বললেন, “যার জিহ্বা ও হাত থেকে মুসলিমরা নিরাপদ থাকে।”
[বুখারি ১১, মুসলিম ৪২, তিরমিযি ২৫০৪, ২৬২৮, নাসায়ি ৪৯৯৯]