সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৫৬:৫০

তিন প্রকারের মানুষ জুম’আর নামাজ আদায় করতে মসজিদে যায়

তিন প্রকারের মানুষ জুম’আর নামাজ আদায় করতে মসজিদে যায়

ইসলাম ডেস্ক: শুক্রবার এলেই নামাজ আদায়ের জন্য মসজিদে মসল্লিদের ভীড় দেখা যায়।  কিন্তু প্রশ্ন হলো সবাই কি নামাজ আদায় করার জন্যেই মসজিদে যায়? নাকি অন্য কোন কারণে? চলুন আবু দাউদ হাদিস শরীফ থেকে বিস্তরীত জেনে নিই-

রাসুল সাল্লাল্লাহু আলাইহহি ওয়াসাল্লাম বলেন, ৩ প্রকার লোক জুম’আ তে উপস্থিত হয়–
প্রথম:
একধরনের লোক আছে যারা মসজিদে প্রবেশের পর তামাশা করে, তারা বিনিময়ে তামাশা ছাড়া কিছুই পাবে না।
দিত্বীয়:
যারা জুম’আয় উপস্থিত হয় সেখানে দু’আ মুনাজাত করে, ফলে আল্লাহ যাকে চান তাকে কিছু দেন আর যাকে ইচ্ছা কিছু দেন না।
তৃতীয়: যারা চুপচাপ থাকে, মনযোগ দিয়ে খুতবা শোনে, কারও ঘার ডিংগে সামনে আগায় না, কস্ট দেয় না, তার দুই জুম’আ মধ্যবর্তী ৭ দিন সহ আরো ৩ দিন যোগ করে মোট ১০ দিনের গুনাহ আল্লাহ মাফ করেন।
[আবু দাউদ –১১১৩]

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে