সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ১১:০৩:৫৫

পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির নামাজ (ভিডিওতে দেখুন)

ইসলাম ডেস্ক: ইসলামের পাঁচটি খুঁটি বা স্তম্ভের মধ্যে নামাজের গুরুত্ব অন্যতম। তাই ধর্মপ্রাণ মুসলমানেরা আল্লাহ তায়ালার নির্দেশ মোতাবেক প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে থাকেন।

নামাজ বা সালাত -এর আভিধানিক অর্থ দোয়া, রহমত, ক্ষমা প্রার্থনা করা প্রভৃতি। পারিভাষিক অর্থে শরীআত নির্দেশিত ক্রিয়া-পদ্ধতির মাধ্যমে আল্লাহর নিকটে বান্দার ক্ষমা ভিক্ষা ও প্রার্থনা নিবেদনের শ্রেষ্ঠতম ইবাদতকে ‘সালাত’ বলা হয়, যা তাকবীরে তাহরীমা দ্বারা শুরু ও সালাম দ্বারা শেষ। তাই নামাজ এমনভাবে আদায় করতে হয়, যে বান্দা আল্লাহকে দেখছে এবং আল্লাহ তার বান্দাকে দেখছে। অর্থ্যাৎ অত্যান্ত মোনযোগ এবং ধ্যানের মধ্যে দিয়ে নামাজ আদায় করতে হয়।

কিন্তু সম্প্রতি ইউটিউবে এক নামাজি ব্যক্তির এমন এক ভিডিও প্রকাশিত হয়েছে, যা দেখলে রীতিমত আশ্চার্য হওয়া ছাড়া উপায় থাকবে না। ভিডিওটিতে এক মুসলমানকে এমনভাবে নামাজ আদায় করতে দেখা যাচ্ছে যা দেখলে মনে হবে এটিই মনে হয় পৃথিবীর দ্রুত গতির নামাজ। তবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি সম্ভবত নামাজের কোন নিয়ম-কানুন জানেন না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে