সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ১১:০৫:২২

আপনার মূল্যবান রোজাটি যে ৮টি কারণে মাখরু হয়ে যায়

ইসলাম ডেস্ক: ধর্মপ্রাণ মুসলমনেরা রমজান মাসে রোজা রাখার মধ্যদিয়ে মহান আল্লাহ তা’য়ালার কাছে নিজেকে আত্মসমর্পন করেন। কিন্তু অনেক সময় রোজা রাখা অবস্থায় ভুল করে কিংবা অসাবধনতায় এমন কিছু কারণে রোজাদার ব্যক্তির মূল্যবান রোজাটি মাখরু হয়ে যায়। তাই এখনই জেনে নিন কি কি কারণে আপনার অমূল্যবান রোজাটি মাখরু হয়ে যায়-

 
১। অনাবশ্যক কোনো জিনিস চিবানো বা চাখা
২। কোনো দ্রব্য মুখে দিয়ে রাখা
৩। গড়গড় করা বা নাকের ভেতর পানি টেনে নেয়া কিন্তু পানি যদি নাক দিয়ে গলায় পৌঁছে যায়, তাহলে রোজা ভেঙে যাবে
৪। ইচ্ছাকৃত মুখে থুথু জমা করে গলাধঃকরণ করা
৫। গীবত, গালা-গালি ও ঝগড়া-ফাসাদ করা। কেউ গায়ে পড়ে ঝগড়া-ফাসাদ করতে এলে বলবে, আমি রোজাদার তোমাকে প্রত্যুত্থর দিতে অক্ষম
৬। সাড়া দিন নাপাক অবস্থায় থাকা। এটি অত্যন্ত গুনাহের কাজ
৭। অস্থিরতা ও কাতরতা প্রকাশ করা
৮। কয়লা চিবিয়ে অথবা পাউডার, পেস্ট ও মাজন ইত্যাদি দ্বারা দাঁত পরিষ্কার করা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে