সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ১১:০৯:০৭

সূর্যাস্ত হয়েছে মনে করে ইফতার করলে রোজা হবে কি, ইসলাম কি বলে?

ইসলাম ডেস্ক : মেঘলা আকাশ হওয়ার কারণে আজানের ধ্বনি না শুনে অনেকেই ইফতার করে ফেলেন।  আবার মসজিদ অনেক দূরে থাকার কারণে আজানের ধ্বনি শোনা যায় না।  প্রত্যন্ত অঞ্চলের অনেকে আজান হয়েছে মনে করে ইফতার সেরে ফেলেন।

সূর্যাস্ত হয়েছে মনে করে ইফতার করার পর দেখা গেল এখনো সূর্য অস্তই যায়নি।  এমন অবস্থায় রোজা কি ভেঙে যাবে? ভেঙে গেলে কি একটি রোজা কাজা করাই কি যথেষ্ট, নাকি কাফফারাও দিতে হবে?

এ ক্ষেত্রে রোজা ভেঙে যাবে।  হুকুম হলো, ভুল সম্পর্কে অবগত হওয়ার পর সূর্যাস্ত পর্যন্ত পানাহার ইত্যাদি থেকে বিরত থাকবে এবং পরবর্তী সময়ে একটি রোজা কাজা করে নেবে।  তবে কাফফারা আদায় করতে হবে না।  

হজরত হানজালা (রা.) বলেন, ‌আমি রমজান মাসে হজরত উমর (রা.)-এর দরবারে উপস্থিত ছিলাম।  সেখানে কিছু পানীয় পেশ করা হলো এবং কেউ কেউ সূর্য ডুবে গেছে মনে করে তা পান করল।  তখন মুয়াজ্জিন উচ্চৈঃস্বরে বললেন, আমিরুল মুমিনিন! আল্লাহর কসম, সূর্য এখনো ডোবেনি, তা উদিত অবস্থায় আছে।  

তখন হজরত উমর (রা.) বললেন, ‘যারা ইফতার করে ফেলেছে, তারা যেন তার পরিবর্তে আরেকটি রোজা রাখে।  আর যারা ইফতার করেনি, তারা যেন সূর্যাস্ত পর্যন্ত ধৈর্য ধরে’।  

[মুসান্নাফ ইবনে আবি শাইবা ৬/১৫০; আদ্দুররুল মুখতার ২/৪০৫; খুলাসাতুল ফাতাওয়া ১/২৫৬; আলমুহীতুল বুরহানী ৩/৩৩৬; হাশিয়াতুত তাহতাবী আলালমারাকী ৩৬৯; ফাতহুল কাদীর ২/২৯০] (সংগৃহিত)

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে