সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ১১:১৭:২৪

রমজানের প্রতিরাতে ২ রাকাত নফল নামাযে ৭০ হাজার গোনাহ মাফ

রমজানের প্রতিরাতে ২ রাকাত নফল নামাযে ৭০ হাজার গোনাহ মাফ

ইসলাম ডেস্ক : রমযান মাসের প্রতি রাত্রে দুই রাকাত নামায পড়া মুস্তাহাব।

প্রতি রাকাতে সূরা হামদের পর ৩ বার সূরা কুল হুয়াল্লাহু আহাদ পড়তে হবে। নামায শেষে বলতে হবে:

سُبْحانَ مَنْ هُوَ حَفيظٌ لا يَغْفُلُ، سُبحانَ مَنْ هُوَ رَحيمٌ لا يَعْجَلُ، سُبْحانَ مَنْ هُوَ قآئِمٌ لا يَسْهُو، سُبْحانَ مَنْ هُوَ دائِمٌ لا يَلْهُو.

অতঃপর ৭ বার তাসবিহাতে আরবাহ (অর্থাৎ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার) পড়তে হবে এবং তার পর বলতে হবে:

سُبْحانَكَ سُبْحانَكَ سُبْحانَكَ، يا عَظيمُ‏ اغْفِرْ لِىَ الذَّنْبَ الْعَظيمَ.

যে ব্যক্তি এই নামায পড়বে আল্লাহ তার ৭০ হাজার গোনাহ মাফ করে দিবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে