সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ১১:১৮:১৪

খোরমা দিয়ে ইফতার করলে নামাজের সওয়াব ৪০০ গুণ বৃদ্ধি পাবে

খোরমা দিয়ে ইফতার করলে নামাজের সওয়াব ৪০০ গুণ বৃদ্ধি পাবে

ইসলাম ডেস্ক : পবিত্র রমজানে প্রথমে নামাজ পড়ে তারপর ইফতার করা মুস্তাহাব। তবে যদি অতিরিক্ত দূর্বল হয়ে যায় অথবা অন্যরা তার জন্য অপেক্ষায় থাকে তাহলে নামাজের পূর্বে ইফতার করাতে কোন সমস্যা নেই।

পবিত্র ও হালাল জিনিস দিয়ে ইফতার করতে হবে এবং উত্তম হচ্ছে খোরমা দিয়ে ইফতার করা। কেননা তাতে তার নামাজের সওয়াব ৪০০ গুন বৃদ্ধি পাবে।

তাছাড়াও শরবত, হালোয়া, পানি, দুধ ইত্যাদি দিয়ে ইফতার করাও ভাল।

ইফতারের পূর্বে এই দোয়াটি পড়তে হবে:
اَللّهُمَّ لَكَ صُمْتُ، وَعَلى‏ رِزْقِكَ اَفْطَرْتُ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ‏.

হযরত আলী (আ.) যখন ইফতার করতেন তখন এই দোয়াটি পড়তেন:
بِسْمِ اللَّهِ اَللّهُمَّ لَكَ صُمْنا، وَعَلى‏ رِزْقِكَ‏ اَفْطَرْنا، فَتَقَبَّلْ مِنَّا اِنَّكَ اَنْتَ السَّميعُ الْعَليمُ.

প্রথম লোকমা মুখে দেয়ার সময় বলতে হবে:
بِسْمِ اللَّهِ‏ الرَّحْمنِ الرّحَيمِ يا واسِعَ الْمَغْفِرَةِ اِغْفِرْ لى.

সূরা ইন্না আনযালনাহু ও পড়ার কথা বলা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে