বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০, ১১:০৯:২৬

পবিত্র মহররমের চাঁদ দেখা গেছে, আগামী ৩০ আগস্ট পবিত্র আশুরা

পবিত্র মহররমের চাঁদ দেখা গেছে, আগামী ৩০ আগস্ট পবিত্র আশুরা

বাংলাদেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ আজ বৃহস্পতিবার দেখা গেছে। আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে নতুন বছর ১৪৪২ হিজরি। সেই হিসাবে ৩০ আগস্ট বাংলাদেশে পবিত্র আশুরা পালিত হবে।

রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলতাফ হোসেন চৌধুরী জানান, বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪২ সনের মহররম মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার থেকে মহররম মাস গণনা শুরু হবে। আগামী ৩০ আগস্ট (১০ মহররম) রোববার দেশে পবিত্র আশুরা পালিত হবে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে