জুবায়ের আল মাহমুদ রাসেল: মহান আল্লাহ তায়ালা তার বান্দাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন করে ঈমানের পরীক্ষা নিয়ে থাকেন। তবে মমিন মুসলমানকে অবশ্যই বিপদে পড়লে মহান আল্লাহ তায়ালার কাছেই সাহায্য চাইতে হবে। পাশাপাশি নিচের এই দোয়াটি পাঠ করতে হবে- “ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিঊন”। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, তিনি ইরশাদ করেন, ‘যে কোনো বান্দা কোনো বিপদের সম্মুখীন হয় অতপর সে বলবে, ‘ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিঊন অর্থাৎ নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় আমরা তাঁর দিকে প্রত্যাবর্তনকারী।’ (বাকারা, আয়াত : ১৫৬)