সোমবার, ২৪ আগস্ট, ২০২০, ১২:০৮:৫৪

মহানবী (সা.) ৬১০ খ্রিস্টাব্দে মহান আল্লাহর পক্ষ থেকে নবুওয়াত লাভ করেন

মহানবী (সা.) ৬১০ খ্রিস্টাব্দে মহান আল্লাহর পক্ষ থেকে নবুওয়াত লাভ করেন

ইসলাম ডেস্ক: হিজরি সনের সঙ্গে মুসলিম উম্মাহর মৌলিক, ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্প'র্ক রয়েছে। এর সঙ্গে জ'ড়িয়ে আছে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব প্রিয়নবী মুহাম্মদ (সা.) এর প্রিয় জন্মভূমি মক্কা ত্যা'গ করে মদিনা শরিফে গমনের ঐতিহাসিক ঘ'ট'না।

ইসলামের ইতিহাসে হিজরত যুগা'ন্তকারী ঘ'ট'না। বৈশ্বিক ইতিহাসেও হিজরত তা'ৎপ'র্যবহ ও সুদূরপ্রসারী ঘ'ট'না। জোসেফ হেল বলেছেন, ‘হিজরত বিশ্ব নবীর জীবন ও কর্মে নতুন গতিপথ তৈরি করে। ইসলামের ইতিহাসে বৃহৎ দিগন্ত উন্মোচন করে। এটি দ্বীন ও মানবতার বৃহত্তম স্বার্থে ত্যাগ, বিসর্জনের এক সাহসী পদক্ষেপ।’

মহানবী (সা.) ৬১০ খ্রিস্টাব্দে মহান আল্লাহর পক্ষ থেকে নবুওয়াত লাভ করেন। তখন দাও'য়াত ও স'ঠিক পথ-নির্দেশনার গুরুদায়িত্ব পেয়ে তিনি আল্লাহকে অস্বীকারকারীদের এক আল্লাহর দিকে আহ্বান করেছিলেন। কিন্তু তার সবচেয়ে প্রিয় মানুষেরা বিরো'ধিতা শুরু করেছিলেন। ফলে তিনি গোপনে তিন বছর দাওয়াত দিয়েছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে