জুবায়ের আল মাহমুদ রাসেল: আপনি জানেন কি পবিত্র রমজান মাসে কোন সাতটি কাজ প্রত্যেক মুসলমানকেই করতে হয়? পবিত্র রমজানের ইবাদত সম্পর্কে বুখারী ও মুসলিম শরীফে উল্লেখ আছে, ‘রমাদ্বান শরীফ-এ আদম সন্তানের প্রতিটি নেক আমল দশগুণ থেকে সাতাশ গুণ পর্যন্ত বাড়ানো হয়ে থাকে।’ তাই মুসলমান হিসেবে যে আমলগুলো অবশ্যই করতে হবে সেগুলো হলো-
১। রমাদ্বান শরীফ-এর প্রতিটি রোযা রাখা।
২। তারাবীহ নামায প্রতিদিন নিয়মিত আদায় করা।
৩। পাঁচ ওয়াক্ত নামায জামায়াতের সাথে (পুরুষ হলে) আদায় করা।
৪। বেশি বেশি আল কোরআন তিলাওয়াত ও যিকির-আযকার করা।
৫। হালাল উপার্জন করা বা হালাল খাদ্য গ্রহণ করা।
৬। গরীব-মিসকীনদের ইফতার বা সাহরী ব্যবস্থার চেষ্টা করা।
৭। যাকাত ও ফিতরা আদায় করা।