ইসলাম ডেস্ক: মহররম ও আশুরার শো'ক পালনের ক্ষেত্রে শরীর র'ক্তা'ক্ত করা হা'রাম বলে ফতোয়া দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এমনকি গোপনে এ কাজ করতেও নি'ষেধ করেছেন তিনি।
ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, এ ধরনের কাজ শো'ক-প্রকাশ নয় বরং শো'ক-প্রকাশের ধ্বং'স সাধন। এ ছাড়া তিনি পোশাক খুলে বা খালি-গা হয়ে শো'ক প্রকাশ করারও বিরো'ধিতা করেছেন বলে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে।
প্রসঙ্গত, পবিত্র আশুরা উপলক্ষ্যে তাজিয়া শো'ক মিছিলে ছো'রা, কাঁ'চি, তরবা'রি দিয়ে অনেকে নিজের শরীর র'ক্তা'ক্ত করেন। এ ধরনের তৎপরতার ফলে ইসলামের শত্রুরা এই মহান ধর্ম সম্পর্কে নানা ধরনের অপ'প্রচার চালানোর সুযোগ নিচ্ছে বলে ইরানের শীর্ষস্থানীয় অন্য অনেক আলেমও মনে করেন। তাই তারা শো'ক-প্রকাশের ক্ষেত্রে এসব বাড়াবাড়ি প'রিহার করতে মুসলমানদের সতর্ক করেছেন বলে ইরনা জানিয়েছে।