সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ১১:২৮:১৪

মা-বাবা কিংবা সন্তানের কবরের পাশে গিয়ে এই দোয়াগুলো অবশ্যই পাঠ করবেন

মা-বাবা কিংবা সন্তানের কবরের পাশে গিয়ে এই দোয়াগুলো অবশ্যই পাঠ করবেন

জুবায়ের আল মাহমুদ রাসেল: মা-বাবা মারা গিয়েছে আর সন্তান হিসেবে আপনি উনাদের কবরের পাশে গিয়ে দোয়া করতে পারছেন না। তাহলে ওই সন্তানের মতো এমন হতভাগা দুনিয়াতে আর কেউ নেই। তাই মুললমান হিসেবে আমাদের বাবা-মা, আত্মীয়-স্বজন যারা কবরে ঘুমিয়ে আছেন তাদের জন্য দোয়ার করা সঠিক নিয়ম জেনে নিই। কারণ কবরবাসীরা আপনার দোয়া ছাড়া আর কিছুই চায় না।  

কবর জিয়ারত করতে হলে অবশ্যই আপনাকে পবিত্র পানি দিয়ে অজু করতে হবে। এরপর কবরের পাশে গিয়ে পাঠ করবেন-‘আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মু’মিনিনা ওয়াল মু’মিনাত আনতুম লানা ছাওফুও ওয়া নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহ হা বিকুম লা হিক্কুন।’ যাদের বাবা-মা কবরে শুয়ে আছেন, সন্তান হিসেবে তারা অবশ্যই ‘রাব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সাগিরা’ এই ছোট্ট দোয়াটি যতবার ইচ্ছে তত বার বেশি বেশি পাঠ করবেন।  এরপর নিন্মোক্ত সুরা-দরুদ পাঠ করবেন।

১। তওবা শরীর ১১ বার পাঠ করবেন –(আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম)।

২। দরুদ শরীফ ১১ বার পাট করবেন – (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নিম্নে আর যদি অফুরন্ত সময় থাকে তাহলে দূরুদে তুনাজ্জিনা শরীফ (আল্লাহুম্মা সাল্লিআলা সায়্যিদিনা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহামিন যামি’য়্যিল আহ’ওয়ালি ওয়াল আফাত, ওয়া তাক্’দিলানা বিহা যামি’য়্যাল হাজাত, ওয়া তুতাহ্’হিরুনা বিহা মিনন্ যামি’য়্যিছ ছায়্যিয়াত, ওয়াতার ফা-উনা বিহা ইন্দা কাআ’লাদ দারাজাত, ওয়া তুবাল্লিগুনা বিহা আক্বসাল গাইয়াত মিন
যামি’য়্যিল খাইরাতি ফিল হায়াতি ওয়া বা’য়দাল মামাতি ইন্না কা’য়ালা কুল্লিশাইয়িন ক্বাদীর।) পাট করবেন।

৩। সুরা ফাতেহা ৭ বার পাট করবেন।

৪। সুরা ফালাক ৩ বার পাট করবেন।

৫। সুরা ইখলাস ৩ বার পাট করবেন।

৬। সুরা নাস ৩ বার পাট করবেন।

৭। আয়াতুল কুরসী ৩ বার পাট করবেন – আয়াতুল কুরছি (আউজু বিল্লাহ্ হিমিনাশ সাইতোয়ানির রাজিম, বিসমিল্লাহির রাহমানীর রাহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ূল কাইয়ূম লা তা’খুজুহু সিনাতু ওয়ালা নাহুম, লাহু মা ফিছ ছামাওয়াতি ওয়ামা ফিল আর্দ্, মাঞ্জাল্লাজি ইয়াশফাউ ইন্দাহু ইল্লা বি ইজনিহ্, ইয়ায়লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খালফাহুম ওয়ালা ইয়ুহিতুনা বি শাইয়িম্ম মিন ই’ল্মিহি ইল্লা বিমা শা’আ, ওয়াসিয়্যা কুরসিয়্যু হুচ্ছামাওয়াতি ওয়াল্ আর্দ্র, ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়াহুয়াল আলিয়্যুল আজীম।)

৮। মুনাজাত করবেন (আলাহুম্মাগফির্লি হায়্যিনা ও মায়্যিতিনা ওয়া শা হিদিনা ওয়া গা-ইবিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানাহ, আল্লাহ্ হুম্মা মান আহইয়াই তাহু মিন্না ফা আহ-ই-আলাল ইসলাম ওয়ামান তাওয়াফাফাইতাহু মিন্না ফাতা ওয়াফফা হু আলাল ইমান) এছাড়া আরোও যতো দুয়া আপনি জানেন আরবি পড়বেন এবং সর্বপ্রথম সওয়াবের সানি পৌছাবেন দয়াল নবি মায়ার নবী নুরে মুজাসসাম রাসূলুল্লাহ হাবিবুল্লাহ (সা.)-এর রওজা পাকে তারপর সকলের কবরে। আমিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে