ঝালকাঠি সদর উপজেলায় ২০ বছর আগে দা'ফন করা এক ব্যক্তির ম'রদে'হ অক্ষ'ত অবস্থায় উ'দ্ধার করা হয়েছে। ম'রদে'হ এবং কা'ফনের কাপড়ও ছিল অক্ষ'ত। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকেলে পুনরায় ওই ম'রদে'হ দা'ফন করা হয়েছে।
ঝালকাঠি সদর উপজেলার ভাটারাকান্দা গ্রামের ঘ'টনা এটি। এই গ্রামের বাসিন্দা মো. মোজাফফর আলী হাওলাদার ৭৫ বছর বয়সে ২০০০ সালে মৃ'ত্যুবরণ করেন। পরে তাকে ভাটারাকান্দা গ্রামের পারিবারিক ক'বরস্থা'নে দা'ফন করা হয়েছিল।
মোজাফফর আলীর বড় ছেলে আবুল বাশার বাদশা বলেন, ভাটারাকান্দা গ্রামটি বিষখালী নদী তীরব'র্তী হওয়ায় ভাঙ'নের ক'বলে পড়ে বি'লীন হয়ে যায় আমাদের ঘরবাড়ি। একই সঙ্গে ভা'ঙনের ক'বলে পড়ে বাবার কব'রটিও। পরে বৈদারাপুর গ্রামে আমরা বাড়ি তৈরি করি। এরই মধ্যে ছোট ভাই বাদল কুয়েত মেডিকেল কোরে কর্মরত অবস্থায় একাধিকবার বাবার কবর বিলীন হয়ে যাওয়ার বিষয়টি স্বপ্ন দেখে। পরে আমাকে বিষয়টি জানায় বাদল। সোমবার রাতে আত্মীয়-স্বজনদের নিয়ে বাবার ক'বর স্থানান্তরের জন্য পারিবারিকভাবে আলোচনা করা হয়।
পরিবারের সবার সিদ্ধা'ন্ত অনুযায়ী বাবার ক'বর স্থানান্তরের জন্য মঙ্গলবার সকাল ৮টার দিকে প্রতিবেশী সাইফুলকে নিয়ে ক'বরের কাছে যাই। ক'বর খুঁ'ড়তেই সাদা কাপড় দেখতে পাই আমরা। একপর্যায়ে অক্ষ'ত ম'রদে'হ দেখে ভ'য় পেয়ে যাই। পরে ম'রদে'হ বৈদারাপুর গ্রামের নতুন বাড়ি নেয়া হয়। ২০ বছর পরও বাবার ম'রদে'হ অ'ক্ষত দেখে সবাই হ'তভ'ম্ব হন।
এদিকে ২০ বছরে ম'রদে'হ ক'বরে অক্ষ'ত থাকার খবর শুনে ওই বাড়িতে ভিড় জমান এলাকাবাসী। শুধু এলাকাবাসী নয়, দূর-দূরান্ত থেকে অনেকে দেখতে আসেন ম'রদে'হ। বাদশা আরও বলেন, আমার বাবা সাধারণ মুসল্লি ছিলেন। অনেক পরহেজগার ছিলেন তিনি। ম'রদে'হ ক'বর থেকে তোলার পর দেখি কাফ'নের কাপড়ও প'চেনি। ধ'রে দেখি কাপড়ের ভেতরে শুকনো দেহ রয়েছে। প্রতিটি হা'ড়ের জো'ড়া শ'ক্ত। হাত-পায়ের জো'ড়া বি'চ্ছি'ন্ন হয়নি। সকালে উ'দ্ধারকাজ শেষ করে বৈদারাপুর গ্রামের নতুন বাড়িতে নেয়া হয় ম'রদে'হ। নতুন বাড়ির পাশেই আমার মায়ের ক'বর। তার কব'রের পাশে মঙ্গলবার আসরের নামাজ শেষে তাকে পুনরায় দা'ফন করা হয়।
এ বিষয়ে সদর উপজেলার গাবখান-ধানসিঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাকির হোসেন বলেন, ভাটারাকান্দা গ্রামের বাসিন্দা মোজাফফর আলীর ম'রদে'হ অলৌ'কিকভাবে ২০ বছর পর অক্ষ'ত অবস্থায় উ'দ্ধার করা হয়েছে। ধর্মীয় রীতি মেনে মঙ্গলবার আসরের নামাজ শেষে বৈদারাপুরের পারিবারিক ক'বরস্থানে তাকে দা'ফন করা হয়।
ঝালকাঠি সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব ও কুতুবনগর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান বলেন, আল্লাহ নানাভাবে তার কুদরতের নিদর্শন দেখান। হয়তো এটি আল্লাহর একটি নিদর্শন।