ইসলাম ডেস্ক : আমেরিকার ক্যালিফোর্ণিয়ার বাসিন্দা এনজেলা কলিন্স, ১৯৯৭ সাল থেকেই ইসলাম নিয়ে কৌতুহল ছিল । তুরস্কে বেড়াতে গিয়ে আজান শুনে তার খুব ভাল লাগে । ৯/১১ এর ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ইসলাম নিয়ে প্রচুর পড়াশোনা করলেন তিনি । বুঝতে পারলেন সন্ত্রাসের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই । সুরা রাহমান পড়লেন ; বুঝতে পারলেন এটি সত্যিই স্রষ্টার কাছ থেকে এসেছে ।
আমেরিকায় আর সব মার্কিনীদের মতই খোলামেলা পোশাকে অভ্যস্থ ছিলেন সাদা চামড়ার এই আধুনিকা তরুণী । এখন তিনি হিজাব ছাড়া বাইরে যান না । শুধু তাই নয় , স্কুলে বাচ্চাদের ইসলাম বিষয়ে পড়ান তিনি ।
ফক্স টিভিতে এনজেলার ও আল জাযিরা টিভিতে এই নও মুসলিম বোনেরই সাক্ষাৎকার প্রচার করা হয়েছে ।
বোন এনজেলা এখন একটি ইসলামিক টিভি চ্যানেলে নও মুসলিমদের সাক্ষাতকার প্রচার করেন । অনুষ্ঠানটির নাম Sun is rising in the West ( পশ্চিমে সূর্য উঠছে) । তিনি এক অনুষ্ঠানে শিকাগোর জবান সালিকের সাক্ষাতকার নেন যিনি আগে সন্ত্রাসী মাফিয়া দলের এক নেতা ছিলেন , মদের বার চালাতেন ও কাধে বন্দুক নিয়ে ঘুরতেন । আজ তিনি মদের বারকে ইসলামিক সেন্টার বানিয়েছেন । ক্যামেরার সামনে দেখা গেল সালিকের কাধে বন্দুক নয় , বরং উযু করার জন্য তোয়ালে রাখা ।