মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২:৫৬

‘ইসলাম শিক্ষা’ পাঠদান চালু হলো স্পেনের স্কুলে

‘ইসলাম শিক্ষা’ পাঠদান চালু হলো স্পেনের স্কুলে

ইসলাম ডেস্ক:  স্পেনের কাতালোনিয়ার সরকারি স্কুলে প্রাথমিক স্তরের প্রথম বছর পরীক্ষামূলক ‘ইসলামিক রিলিজিওন’ বিষয়ে পাঠদানের পরিকল্পনা গ্রহণ করেছে প্রদেশটির শিক্ষা বিভাগ। গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) স্পেনের কাতালোনিয়া প্রদেশের শিক্ষা বিভাগ এক প্র'জ্ঞাপনে এ ঘোষণা দেয়।

কাতালোনিয়ার ডিপার্টমেন্ট অব এডুকেশন অব দ্যা জেনেরালিতাত একটি পরীক্ষামূলক পরিকল্পনা গ্রহণ করেছে। বার্সেলোনা, বেক্স ললোব্রিয়েট, গিরোনা এবং তারাগোনা নামক অঞ্চলের স্কুলগুলোতে এই পরিকল্পনার অধীনে ইসলাম ধর্মের পাঠদান করা হবে। ২০২০-২০২১ শিক্ষা বর্ষে এটি চালু হবে বলে জানানো হয় স্থানীয় গণমাধ্যমের খবরে।

কাতালোনিয়ার ডিপার্টমেন্ট অব এডুকেশন অব দ্যা জেনেরালিতাতের প্রজ্ঞাপনে বলা হয়, প্রথমিক বিদ্যালয়ের প্রথম বর্ষে অগ্রধিকারের ভিত্তিতে ‘ইসলামিক রিলিজিওন’ বিষয়ে শেখানো হবে। প্রদেশটির বাধ্যতামূলক মাধ্যমিক শিক্ষা (ইএসও) স্তারেও ‘ইসলামিক রিলিজিওন’ বিষয়ে পাঠদান করা হবে বলে জানানো হয় প্র'জ্ঞাপনে।

স্পেনের ২০ লাখ মুসলিমের মধ্যে শুধুমাত্র কাতালোনিয়া প্রদেশেই ১৫ লাখ মুসলিমের বসবাস। স্পেনে মুসলিম জনগোষ্ঠীর সংগঠন ইউনিয়ন অব ইসলামিক কমিউনিটির তথ্য মতে, স্পেনের মোট জনসংখ্যার ৩.৮ ভাগ মুসলিম। তাঁদের মধ্যে ৬০ ভাগ অভিবাসী মুসলিম। সূত্র : ইএল পেইস ও এ্যাবাউট ইসলাম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে