মহানবী হজরত মুহাম্মদকে (স.) অবমাননার তী'ব্র নি'ন্দা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব মহানবী হজরত মুহাম্মদকে (সা.) অবমাননা করে ক্ষমার অযোগ্য মহাপাপ করেছে ফরাসি পত্রিকা। খবর তাসনিম নিউজের।
তাদের এ পদক্ষেপের মধ্য দিয়ে ইসলাম ধর্ম ও মুসলিম জাতির সঙ্গে পাশ্চাত্যের রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর হিংসা-বিদ্বেষের বিষয়টি আবারও স্পষ্ট হয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন, বাকস্বাধীনতার অ'জুহাত দেখিয়ে ফ্রান্সের কোনো কোনো রাজনীতিবিদ এ মহাঅপরা'ধের নি'ন্দা পর্যন্ত জানাননি। তাদের এ অজু'হাত অগ্রহণযোগ্য ও ভুল। এর মাধ্যমে তারা মানুষের সঙ্গে প্র'তারণা করেছে। আয়াতুল্লাহ খামেনি বলেন, ইহুদিবাদী গোষ্ঠী ও সাম্রাজ্যবাদী সরকারগুলোর ইসলামবিরোধী ক'ঠোর নীতির কারণে মাঝে মধ্যেই এ ধরনের বি'দ্বেষী ঘ'ট'না ঘ'টছে।