শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৯:১৮:৪৬

উইঘুর মুসলিমদের ওপর নি'র্যা'তন-নি'পীড়'ন ব'ন্ধ করতে হবে: ১৩০ জন ব্রিটিশ এমপি

উইঘুর মুসলিমদের ওপর নি'র্যা'তন-নি'পীড়'ন ব'ন্ধ করতে হবে: ১৩০ জন ব্রিটিশ এমপি

চীনের উইঘুর মুসলিমদের ওপর নি'র্যা'তন-নি'পীড়'ন ব'ন্ধের দা'বি জানিয়েছেন ১৩০ জন ব্রিটিশ এমপি। এ নিয়ে মঙ্গলবার ব্রিটেনে নিযু'ক্ত চীনের রাষ্ট্রদূত লিউ শিয়াওমিংয়ের কাছে চিঠি পাঠিয়েছেন তারা। এতে স'ই করেছেন হাউস অব কমন্স এবং হাউস অব লর্ডসের সদস্যরা। দ্য ইকোনমিক টাইমস।

চিঠিতে বলা হয়েছে, উইঘুর মুসলিমদের প্রতি চীন যে আ'চরণ করে চলেছে তা অবশ্যই ‘জাতিগত নির্মূ'লের’ উদ্দেশ্যে করা হচ্ছে। পরিক'ল্পি'তভাবেই এ ধ'রনের নির্যা'তন চা'লানো হচ্ছে। জার্মানিতে নাৎসিরা যে ধ'রনের অ'ত্যাচা'র চা'লিয়েছিল উইঘুর মুসলিমদের ওপরও সেই ধ'রনের অ'ত্যা'চার চল'ছে। জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমরা কিভাবে বসবাস করছে সে সম্পর্কে সব কিছু প্র'কাশ্যে আনতে হবে। বিশ্ববাসীর উ'দ্বেগ দূর করতেই এই পদক্ষে'প নিতে হবে বেইজিংকে। যদিও উইঘুর মুসলিমদের ওপর নি'র্যাত'ন চা'লানোর অভি'যোগ বরাবরই অস্বী'কার করে আসছে চীনের কমিউনিস্ট সরকার।

বেইজিং দা'বি করেছে, চীন সরকার সর্বদা জাতিগত সংখ্যাল'ঘুদের বৈ'ধ অধিকার র'ক্ষা করে। চীনের অন্যান্য অংশের লোকদের সঙ্গে যেমন আ'চরণ করা হয় উইঘুরদের সঙ্গেও একই আ'চরণ করা হয়। অ'ত্যাচার স'হ্য করতে না পেরে অনেক উইঘুর মুসলিম বিদেশে চলে গেছে।

সেখানে তারা ভ'য়াব'হ নি'র্যা'তনের কথা বলছেন। তাদের চ'লাফেরার ওপর নি'য়ন্ত্রণ, ব'ন্দিশালায় আট'কে রাখা, শিশুদের বাবা-মায়ের কাছ থেকে দূরে রাখা, নিয়মিত ঘরবাড়ি ত'ল্লা'শি করা, হু'মকি দেয়া এবং শা'রীরিক নির্যা'তনের অভি'যোগ করেছেন তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে