শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৫২:০৬

হজরত মুহাম্মাদের (সা.) অবমাননাকর কার্টুন প্রকাশের প্র'তিবাদে হাজার হাজার মানুষের বি'ক্ষোভ

 হজরত মুহাম্মাদের (সা.) অবমাননাকর কার্টুন প্রকাশের প্র'তিবাদে হাজার হাজার মানুষের বি'ক্ষোভ

ফ্রান্সের বিতর্কিত শার্লি এবদো ম্যাগাজিনে বিশ্বনবী হজরত মুহাম্মাদের (সা.) অবমাননাকর কার্টুন প্রকাশের প্র'তিবাদে পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরে হাজার হাজার মানুষ বি'ক্ষোভ মি'ছিল করেছেন।

বি'ক্ষোভকারীদের বেশিরভাগই ছিলেন শিক্ষার্থী। বি'ক্ষোভকারীরা ইসলামাবাদে অবস্থিত ফরাসি দূতাবাস বন্ধ করে পাকিস্তানে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।খবর পার্টসটুডের। সম্প্রতি সর্বশেষ নবী ও রাসূল হজরত মুহাম্মাদকে (স.) নিয়ে আবারও ব্যঙ্গা'ত্ম'ক কার্টুন প্রকাশ করেছে ফরাসি ম্যাগাজিন শার্লি এবদো।

হযরত মুহাম্মদকে (স.) নিয়ে ২০১৫ সালের কার্টুনগুলোই আবার প্রকাশ করেছে তারা। এ নিয়ে ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে বি'ক্ষোভ শুরু হলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেন, শার্লি এবদোতে ফের মহানবী মুহাম্মদের (সা.) কার্টুন প্রকাশে বা'ধাদানের কোনো সুযোগ নেই। তাছাড়া ফ্রান্স মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে