ইসলাম ডেস্ক : যুক্তরাজ্যে রোজার সময়সূচী কিছুটা কমানো উচিত বলে মত দিয়েছেন মুসমিল বিশেষজ্ঞরা। সামার টাইমের লম্বা দিনের আলোতে রোজা রাখার কারণে স্বাস্থ্যগত ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা করেই এ মত দিয়েছেন তারা।
যদিও ঈমাম এবং সাধারণ মানুষ বলছেন, রোজা পালন করতে হবে ধর্মীয় রীতি মেনেই। তবে যাদের স্বাস্থ্যগত সমস্যা রয়েছে তাদের কথা ভিন্ন। বুধবার কিংবা বৃহস্পতিবার থেকে যুক্তরাজ্যে রোজা শুরু হতে পারে।
এিদেক রোজার সময় সূচী কিছুটা কমানোর চিন্তাভাবনা চললেও তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানা গেছে।