ইসলাম ডেস্ক : বেলজিয়ামের বিউটি কুইন ও the management communication Ghent University এর ছাত্রী লিন্ডসে ভ্যান গেলি ইসলাম গ্রহণ করেছেন। নতুন নাম রেখেছেন আয়েশা। স্বামীর প্রেরণায় তিনি ইসলাম গ্রহণ করেছেন বলে জানিয়েছেন। এখন থেকে ইসলামি পোশাক পরার সিদ্ধান্তও নিয়েছেন এ বিউটি কুইন।
ভ্যান গেলি ২০১২ সালে মিস বেলজিয়াম প্রতিযোগিতায় অংশ নেন। ইসলাম গ্রহণের পেছনে তার স্বামী বেলজিয়ামের ফুটবলার ম্যামোতু এন দিয়ারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ইসলাম গ্রহণের পর কেবল নামই বদল করেননি, সেই সঙ্গে অ্যালকোহলও ছেড়েছেন। তাছাড়া শর্ট স্কার্টও আর পরবেন না বলেও জানিয়েছেন।তিনি এখন নিয়মিত কোরআন হাদিস অধ্যয়ন করে ইসলামকে আরো বেশী জানার চেষ্টা করছেন। সেই সাথে সে দেশে মানুষের ইসলামের দাওয়াতের কাজ করছেন। তিনি মূলত: আরো দুই বছর আগে ইসলাম গ্রহণ করলেও সম্প্রতি তা প্রকাশ করেছেন।
ভ্যান গেলি বলেন, মালি থেকে আগত ম্যামোতু এন দিয়ারকে আমি শুধু বিয়ে করেই ক্ষ্যান্ত থাকিনা, ইসলাম গ্রহণের মধ্য দিয়েও আমি তাকে আরো বেশী সার্পোট করেছি। এবঙ এর মাধ্যমে আমি এক নতুন জীবনকে আবিষ্কার করেছি।