জার্মানির একটি শহরে মাইকে আজান নিষি'দ্ধের মা'মলায় মুসলিমদের জয় হয়েছে। জানা গেছে, মাইকে আজান দেয়া নি'ষিদ্ধ করার দা'বিতে স্থানীয়রা মা'মলা করেন। টানা পাঁচ বছরের আইনি ল'ড়াই শেষে বুধবার মা'মলাটি খা'রিজ করে দিয়েছেন জার্মান আদালত। ফলে, এখন থেকে শহরটিতে মাইকে আজান দিতে আর কোনও বাধা থাকল না। খবর আল জাজিরার।
রায় ঘোষণায় জার্মানির বিচারক বলেছেন, অন্যরাও ধর্মীয় চর্চা করবে এটা প্রতিটি সমাজকে অবশ্যই মানতে হবে। যতক্ষণ কাউকে ধর্মচর্চায় জো'র করা হচ্ছে না, ততক্ষণ অভি'যোগ জানানোর কোনও সুযোগ নেই।