ইসলাম ডেস্ক : এই সুন্দর পৃথিবী থেকে সবাইকে একদিন চলে যেতে হবে। কার কখন মৃত্যু হয় তা একমাত্র মহান আল্লাহ পাকই ভালো জানেন। একজনের সাথে আরেকজনের ভুল বোঝাবুঝি হতে পারে। তবে মৃত্যুর পর তার প্রশংসা করা যাবে কিনা বা তার সমালোচনা করা যাবে কিনা এই সম্পর্কে হাদিসে বলা হয়েছে-
আরবি হাদিস
عَنْ أَنَسٍ رضي الله عنه، قَالَ: مَرُّوا بِجَنَازَةٍ، فَأَثْنَوْا عَلَيْهَا خَيْراً، فَقَالَ النَّبِيُّ ﷺ: « وَجَبَتْ » ثُمَّ مَرُّوا بِأُخْرَى، فَأثْنَوْا عَلَيْهَا شَرّاً، فَقَالَ النَّبِيُّ ﷺ: « وَجَبَتْ »، فَقَالَ عُمَرُ بنُ الخَطَّابِ رضي الله عنه: مَا وَجَبَت ؟ فَقَالَ: « هَذَا أَثْنَيْتُمْ عَلَيْهِ خَيْراً، فَوَجَبتْ لَهُ الجَنَّةُ، وَهَذَا أَثْنَيْتُمْ عَلَيْهِ شَرّاً، فَوَجَبَتْ لَهُ النَّارُ، أَنْتُمْ شُهَدَاءُ اللهِ فِي الأَرضِ ». متفقٌ عَلَيْهِ
বাংলা হাদিস
আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ‘কিছু লোক একটা জানাজা নিয়ে পার হয়ে গেল। লোকেরা তার প্রশংসা করতে লাগল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘অবধারিত হয়ে গেল।’
অতঃপর দ্বিতীয় আর একটি জানাজা নিয়ে পার হলে লোকেরা তার দুর্নাম করতে লাগল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘অবধারিত হয়ে গেল।’ উমার ইবন খাত্ত্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ‘কী অবধারিত হয়ে গেল?’
তিনি বললেন, ‘তোমরা যে এর প্রশংসা করলে তার জন্য জান্নাত, আর ওর দুর্নাম করলে তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেল। তোমরা হলে পৃথিবীতে আল্লাহর সাক্ষী।’
[বুখারি ১৩৬৭,২৬৪২, মুসলিম ৯৪৯, তিরমিযি ১০৫৮, নাসায়ি ১৯৩২, ইবন মাজাহ ১৪৯১, আহমদ ১২৪২৬, ১২৫২৬, ১২৬২৭, ২৭৯১, ১৩১৬০]
মৃত্যুর পর কবর দেয়ার মাধ্যমেও চলে আমাদের শেষ বিদায়ী কার্যক্রম। নবী করিম (সা.) মৃত ব্যক্তির লাশ তাড়াতাড়ি দাফন করার জন্য নির্দেশ দিয়েছেন।