ইসলাম ডেস্ক: ছোট্ট কি একটি শিশু। দুনিয়ার কোন জ্ঞ্যানই হয়তো তার হয়নি। অথচ মহান আল্লাহ তায়ালার পবিত্র কালাম আল কোরআন ওই শিশুটির সামনে ধরলেই অট্টহাসিতে কতই না খুশি হচ্ছে। আবার কোরআনটি সামনে থেকে সরিয়ে নিলেই বুকভরা কষ্ট দিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। ইউটিউবে এমন একটি ভিডিও রীতিমত সারা ফেলে দিয়েছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, ছোট্ট এই বাচ্চাটির সামনে পবিত্র কোরআন শরীফ খুলে রাখলে সে হাসছে কোরআন শরীফ পড়তে না জানলেও স্পর্শ করছে তার ছোট্ট দুইটি হাত দিয়ে।
কিন্তুবন্ধ করে দিলেই আবার কেঁদে উঠছে, আবার মেলে ধরলেই হাসছে বাচ্চাটি, এভাবে কিছুক্ষণ করার পর কোরআন শরীফের পরিবর্তে অন্য একটি বই সামনে ধরা হল।
কিন্তু বাচ্চাটি কিছুক্ষণ পরখ করেই অমনি কান্না শুরু করে দিল আবারও কোরআন শরীফ সামনে ধরার পর অমনি নিশ্পাপ শিশুর মুখে হাসি।