বাগাতিপাড়া (নাটোর): নাটোরের বাগাতিপাড়ায় নামাজরত অবস্থায় নূর ইসলাম (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি...রাজিউন)। উপজেলার দয়ারামপুর ইউনিয়নের শেখপাড়া পুকুরপাড় জামে মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে। এদিন মাগরিব নামাজের পর জানাজা শেষে শেখপাড়া মাদ্রাসা সংলগ্ন সামাজিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।
নূর ইসলাম শেখপাড়া গ্রামের মৃত মজাহার উদ্দিনের ছেলে। তিনি নিজের জমিজমা চাষের পাশাপাশি খেজুর গাছ থেকে রস সংগ্রহের কাজ করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
মসজিদের মুসুল্লি আনোয়ার হোসেন জানান, ছোট ছেলে রানাকে (১০) সঙ্গে নিয়ে নূর ইসলাম মসজিদে জুম্মার নামাজ আদায় করতে যান। খুৎবা শেষে ইমাম জুমার ফরয নামাজ শুরু করেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা শেষে অন্য একটি সূরা শুরু করার পর নূর হোসেন হঠাৎ মসজিদের মেঝেতে পড়ে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
তিনি বলেন, বাবাকে মেঝেতে পড়ে যেতে দেখে ছেলে চিৎকার করে কাঁদতে থাকে। পরে নামাজ শেষ করে মুসুল্লিরা তার লাশ বাড়ি নিয়ে গেলে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। শেখপাড়া পুকুরপাড় জামে মসজিদের ইমাম মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি একজন দ্বীনদার ভাল মানুষ ছিলেন।