ইসলাম ডেস্ক: আসমানী কিতাব ৪টি। অধিকাংশ মানুষই তা জানেন। কিন্তু সাধারণত ভুল হয় যেটা, সেটা হলো কোন কিতাব কোন নবীজীর উপর নাজিল হয়েছিল। বিশেষ করে যারা শিক্ষার্থী, তাদের ভুলের মাত্রাটা অনেক বেশি। তাই জেনে নিন ৪টি আসমানী কিতাব কোন ৪জন নবীর উপর নাজিল হয়েছিল।
আসমানী কিতাব ও নবীদের নামঃ ১. তাওরাত- হযরত মুসা (আ)।২. যাবুর- হযরত দাউদ (আ)।৩. ইনজিল- হযরত ঈসা (আ)।৪. পবিত্র কুরআন- হযরত মুহাম্মাদ (সা)।