ইসলাম ডেস্ক: আল-কোরআনের একাধিক নাম রয়েছে। তবে অধিকাংশ মানুষই তা জানে না। তাই ধর্মপ্রাণ মুসলমানদের জন্য আল কোরআনের নাম গুলো নিচে দেয়া হলো।
অনেকেই বলে পবিত্র কুরআনের নাম প্রায় ৯২ টি আবার কোন কোন বুজুর্গ বলেন ৫৫ টি। তবে সর্বাপেক্ষা নির্ভরযোগ্য তথ্য হিসাবে আল-কোরআনের পাঁচটি নামকে উলেখ করা যায়।
১. আল কুরআন
২. আল ফুরকান (সুরা আলে ইমরান, ফুরকান)
৩. আল কিতাব (সুরা বাকারা)
৪. আত তানজিল
৫. আয-যিকর। (সুরা হিজর)