সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ১২:৩৮:৪৬

জেনে নিন, আল-কোরআনের অন্যতম প্রধান সূরা ‘ইখলাস’এর অর্থ

জেনে নিন, আল-কোরআনের অন্যতম প্রধান সূরা ‘ইখলাস’এর অর্থ

ইসলাম ডেস্ক:  মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ১১২ নম্বর সূরা, এর আয়াত সংখ্যা ৪টি এবং এর রূকুর সংখ্যা ১টি। আল ইখলাস সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটিকে ইসলামের শেষ পয়গম্বর মুহাম্মদ (সা:) বিশেষ তাৎপর্যপূর্ণ বলে ব্যাখ্যা করেছেন। তাৎপর্যের কারণ হিসেবে বলা হয়েছে, এই আয়াতে আল্লাহ্‌র অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে। এটি কুরআনের অন্যতম ছোট একটি সূরা হিসেবেও বিবেচিত হয়ে থাকে। এই সূরাটি কোরআনের এক-তৃতীয়াংশের সমান। তাই আসুন জেনে নিই সূরা আল ইখলাসের অনুবাদ ও অর্থ-

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

আরবি উচ্চারণ
বিসমিল্লাহির রাহমানির রাহিম

বাংলা অনুবাদ
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ 112.1

আরবি উচ্চারণ
১১২.১। কুল্ হুওয়াল্লা-হু আহাদ্।

বাংলা অনুবাদ
১১২.১ বল, তিনিই আল্লাহ, এক-অদ্বিতীয়।

اللَّهُ الصَّمَد112.2ُ

আরবি উচ্চারণ
১১২.২। আল্লা-হুচ্ছমাদ্।

বাংলা অনুবাদ
১১২.২ আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী।

لَمْ يَلِدْ وَلَمْ يُولَد112.3ْ

আরবি উচ্চারণ
১১২.৩। লাম্ ইয়ালিদ্ অলাম্ ইয়ূলাদ্।

বাংলা অনুবাদ
১১২.৩ তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি।

وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَد112.4ٌ

আরবি উচ্চারণ
১১২.৪। অলাম্ ইয়া কুল্লাহূ কুফুওয়ান্ আহাদ্।

বাংলা অনুবাদ
১১২.৪ আর তাঁর কোন সমকক্ষও নেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে