সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ১২:৪৭:০৩

যে ৭ ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়ায় থাকবেন

যে ৭ ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়ায় থাকবেন

ইসলাম ডেস্ক: এই সুন্দর পৃথিবী একদিন মহান আল্লাহ তায়ালা ধ্বংস করে দেবেন। সেই কিয়ামতের দিনটিতে আল্লাহ তায়ালা তার বান্দাদের বিচারক হয়ে বিচার করবেন। যারা পাপি হবেন তাদের জাহান্নামে এবং ঈমানদার বান্দাদের জান্নাত দেবেন। কিন্তু এমন কিছু ব্যক্তি সেখানে থাকবেন যাদের বিচারই করা হবে না, তারা এমনিতেই আল্লাহর আরশের ছায়ায় থাকবেন।

হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত হয়েছে, মহানবী (সা.) ইরশাদ করেন,‘ যেদিন তাঁর ছায়া বৈ অন্য কোনো ছায়া থাকবে না । এরা হলেনঃ
১. ন্যায়পরায়ণ বাদশাহ।
২. এমন যুবক যে আল্লাহ তা‘আলার ইবাদতেরমধ্য দিয়েই বেড়ে উঠেছে।
৩. যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণকরে আর তার দুই চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়।
৪. এমন ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত।
৫. এমন দুই ব্যক্তি, যারা একমাত্র আল্লাহ তা‘আলার সন্তুষ্টির উদ্দেশ্যে একে অপরকে ভালোবাসে। এ উদ্দেশ্যেই একত্রিত এবং বিচ্ছিন্ন হয়।
৬. এমন ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত বংশীয় রূপসী নারী ব্যভিচারের প্রতি আহ্বান করে; কিন্তু সে বলে, আমি আল্লাহকে ভয় করি।
৭. যে ব্যক্তি এমন গোপনভাবে দান করে যে, তার ডান হাত যা দান করে বাম হাতও তা টের পায় না।
সূত্র: প্রথম বার্তা.কম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে