রবিবার, ২৯ নভেম্বর, ২০২০, ১০:১৩:৫১

আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ

আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ

কাউকে বিদ্রুপ কোরো না: ইরশাদ হয়েছে, ‘মুমিনদের মধ্যে যারা স্বতঃস্ফূর্তভাবে সদকা দেয় এবং যারা নিজ শ্রম ছাড়া কিছুই পায় না, তাদের যারা দোষারোপ করে, বিদ্রুপ করে আল্লাহ তাদের বিদ্রুপ করেন। তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি।’ (সুরা : তাওবা, আয়াত : ৭৯)

 অল্প হাসো বেশি কাঁদো: ইরশাদ হয়েছে, ‘অতএব তারা অল্প হেসে নিক, তারা প্রচুর কাঁদবে তাদের কৃতকর্মের ফলস্বরূপ।’ (সুরা : তাওবা, আয়াত : ৮২)

কাউকে খুশি করার জন্য মিথ্যা শপথ কোরো না: ইরশাদ হয়েছে, ‘তারা তোমাদের কাছে শপথ করবে যেন তোমরা তাদের ওপর সন্তুষ্ট হও। তোমরা তাদের প্রতি সন্তুষ্ট হলেও আল্লাহ সত্যত্যাগী সম্প্রদায়ের প্রতি সন্তুষ্ট হবেন না।’ (সুরা : তাওবা, আয়াত : ৯৬)

 আল্লাহর পথে অর্থ ব্যয় জরিমানা নয়: ইরশাদ হয়েছে, ‘মরুবাসী (গ্রাম্য) কেউ কেউ আল্লাহর পথে ব্যয় করাকে জরিমানা মনে করে এবং তোমাদের ভাগ্য বিপর্যয়ের অপেক্ষা করে। দুর্ভাগ্য তাদের। আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।’ (সুরা : তাওবা, আয়াত : ৯৮)

 আল্লাহ সাহাবিদের প্রতি সন্তুষ্ট: ইরশাদ হয়েছে, ‘মুহাজির ও আনসারদের মধ্যে যারা অগ্রগামী এবং যারা নিষ্ঠার সঙ্গে তাদের অনুসরণ করে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট।...’ (সুরা : তাওবা, আয়াত : ১০০)

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে