সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ১২:৪৭:৫৯

ব্রিটেনে নারীদের মসজিদ নির্মাণে পুরুষের বাধা

ব্রিটেনে নারীদের মসজিদ নির্মাণে পুরুষের বাধা

ইসলাম ডেস্ক : ব্রিটেনের ব্রাইটফোর্টে শুধু নারীদের জন্য একটি স্বতন্ত্র মসজিদ নির্মাণের পরিকল্পনা করছেন দেশটির মুসলিম নারীরা।  প্রচলিত মসজিদগুলোতে নারীদের নামাজ পড়ার উপযুক্ত ব্যবস্থা নেই বলেই এ উদ্যোগ।  কিন্তু এর বিরোধিতা করে পুরুষরা বলছে, এটা মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করবে।

বিশ্বের অসংখ্য মসজিদের মতই এখানেও সব নামাজি পুরুষ।  এরকম মসজিদগুলোতে নারীদের নামাজ পড়ার সুযোগ নেই।  তাই শহরের একটি গ্রুপ এমন একটি মসজিদ নির্মাণের পরিকল্পনা করছে, যেখানে শুধু নারীরা নামাজ পড়বে।  মসজিদ পরিচালনাও করবে নারীরাই।  

মুসলিম উইম্যান কাউন্সিলর প্রধান বানআগরা বলেন, ব্রাইটফর্টে অনেক মসজিদ আছে কিন্তু এসব মসজিদে নারীদের নামাজ পড়ার উপযুক্ত কোনো সুযোগ নেই।

তিনি বলেন, মসজিদের তত্ত্বাবধানে নারীদের কোনো অংশগ্রহণ নেই।  তাই শুধু নারীদের জন্য মসজিদ নির্মাণ করার কথা ভাবছি আমরা, যেখানে শুধু নারীরাই প্রার্থনা করবে।  

কিন্তু মুসলিম বিশেষজ্ঞরা বলছেন, শুধু নারীদের জন্য মসজিদ নির্মাণ হলে মুসলিম নারী-পুরুষের মধ্যে বিভেদ সৃষ্টি হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে