সোমবার, ০৪ জানুয়ারী, ২০১৬, ০৩:০৭:০৯

জেনে নিন, স্বপ্নের মধ্যে নিজেকে লাশবাহী খাটে দেখার ব্যাখ্যা

জেনে নিন, স্বপ্নের মধ্যে নিজেকে লাশবাহী খাটে দেখার ব্যাখ্যা

ইসলাম ডেস্ক: অনেকেই হয়তো আছেন যারা রাতের বেলা নিজে মারা গেছে এমন স্বপ্ন দেখে থাকে। শুধু মারা যাওয়া নয়, বরং তার লাশ একটি লাশবাহী খাটে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর গ্রামের পরিচিত লোকজন তার পিছন পিছন আসছে। তারপর হয়তো হঠাৎ জানাযারা নামাজ শুরু হয় কিংবা লাশের খাটের পাশে এসে আপন স্বজনরা কান্না-কাটি করছে। এমন স্বপ্ন আপনি যদি দেখে থাকেন তাহলে সেই রাতে নিশ্চয় আপনার অনেক ভয় করে। নিশ্চয় ভাবেন এমন স্বপ্ন দেখার আসলে অর্থ কি? এ বিষয়ে ইবনে সিরীন রহ. বলেন, কেউ যদি লাশাবহী খাটে নিজেকে দেখে, তবে সে অনেক উচ্চ মর্যাদার অধিকারী হবে। মানুষজন তার অধীনে থাকাকে পছন্দ করবে এবং তার জীবনের শেষ পরিণাম খুবই কল্যাণময় হবে। সূত্র : আর-রুইয়াতু ওয়াত-তা’বীর, ইবনে সিরীন রহ. ৪ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে