সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ১২:৫৪:৫৮

কিয়ামতের সর্বপ্রথম আলামত যেটি

কিয়ামতের সর্বপ্রথম আলামত যেটি

ইসলাম ডেস্ক : কিয়ামতের সর্বপ্রথম আলামত হচ্ছে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর আগমণ। কেননা তিনি হলেন সর্বশেষ নবী। তাঁর পর কিয়ামত পর্যন্ত আর কোন নবীর আগমণ হবেনা। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর দুনিয়াতে আগমণের অর্থ হলো, দুনীয়ার বয়স শেষ হয়ে আসছে, কিয়ামত অতি নিকটবর্তী হয়ে গেছে।

হযরত মুহম্মদ [সা.] বলেন,

بُعِثْتُ أَنَا وَالسَّاعَةُ كَهَاتَيْنِ قَالَ وَضَمَّ السَّبَّابَةَ وَالْوُسْطَى

আমি এবং কিয়ামত এক সাথে প্রেরিত হয়েছি। একথা বলে নবী [সা.] হাতের শাহাদাত আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুলকে একত্রিত করে দেখালেন।
[মুসলিমশরীফ, অধ্যায় : কিয়ামতের আলামত] ]

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে