মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০, ০৬:২৯:০৭

প্রত্যেক ব্যক্তি যা করে আল্লাহ তা জানেন এবং কাফিররা শিগগিরই জানবে: আল কোরআন

প্রত্যেক ব্যক্তি যা করে আল্লাহ তা জানেন এবং কাফিররা শিগগিরই জানবে: আল কোরআন

ইসলাম ডেস্ক : ইরশাদ হয়েছে, ‘যাদেরকে কিতাব দেওয়া হয়েছে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে তারা আনন্দিত হয়, কিন্তু কোনো কোনো দল তার কিছু অংশ অস্বীকার করে।...’ (সুরা : রাদ, আয়াত : ৩৬)

কোরআন মানুষের জীবনবিধান
ইরশাদ হয়েছে, ‘অনুরূপ আমি কোরআন অবতীর্ণ করেছি জীবনবিধানরূপে আরবি ভাষায়। জ্ঞান লাভের পর আপনি যদি তাদের প্রবৃত্তির অনুসরণ করেন তবে আল্লাহর বিরুদ্ধে আপনার কোনো অভিভাবক ও রক্ষক নেই।’ (সুরা : রাদ, আয়াত : ৩৭)

 আল্লাহ অবাধ্যদের জগৎ সংকুচিত করেন
ইরশাদ হয়েছে, ‘তারা কি দেখে না আমি তাদের দেশকে চতুর্দিক থেকে সংকুচিত করে আনছি।...’ (সুরা : রাদ, আয়াত : ৪১)

 কোনো ষড়যন্ত্র আল্লাহর ক্ষমতার ঊর্ধ্বে নয়
ইরশাদ হয়েছে, ‘তাদের আগে যারা ছিল তারাও চক্রান্ত করেছিল, কিন্তু সব চক্রান্ত এখতিয়ারাধীন। প্রত্যেক ব্যক্তি যা করে আল্লাহ তা জানেন এবং কাফিররা শিগগিরই জানবে শুভ পরিণাম কাদের জন্য।’ (সুরা : রাদ, আয়াত : ৪২)

 আল্লাহর সাক্ষ্যই চূড়ান্ত
ইরশাদ হয়েছে, ‘কাফিররা বলে, তুমি প্রেরিত নও। বলুন! আল্লাহ এবং তাদের কাছে কিতাবের জ্ঞান আছে, তারা আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে যথেষ্ট।’ (সুরা : রাদ, আয়াত : ৪৩)

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে