সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০১:০৪:৫৩

সুবহানাল্লাহ, পবিত্র অবস্থায় ঘুমানোর এতো সুফল!

সুবহানাল্লাহ, পবিত্র অবস্থায় ঘুমানোর এতো সুফল!

ইসলাম ডেস্ক: সারাদিন কর্ম ব্যস্ত দিন শেষ করে প্রত্যেকেই রাতের বেলা ঘুমায়। অনেক দার্শনিক মনে করে মানুষ ঘুমালেও তার আত্মা কখনোই ঘুমায় না। তাহলে মানুষের ঘুমানো সময় আত্মা কি করে? কোথায় যায়?

এই ধরণের প্রশ্নের উত্তর কেবল মাত্র সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, দার্শনিক ও মহামানব হযরত মুহাম্মাদ ( সা:) এর কাছেই আছে। চলুন হাদিসের আলোকে জেনে নিই ঘুমানোর পর মানুষের আত্মা কি করে।

রাসুল সা: এর জলিলুল কদর সাহবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল সা: বলেছেন, মানুষ যখন ঘুমায়, তখন তার আত্মা ঊর্ধ্ব আকাশে চলে যায়। অতঃপর তাকে মহান আল্লাহর আরশের কাছে সিজদা করার নির্দেশ দেয়া হয়। যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার আত্মা আল্লাহর আরশের কাছেই সিজদা করে। আর যে ব্যক্তি অপবিত্র অবস্থায় ঘুমায়, তার আত্মা আরশ থেকে দূরে সিজদা করে। (বায়হাকী, হাদিসটিিইমাম বুখারী তাঁর আত- তারীখুল কাবীর’ গ্রন্থে উল্লেখ করেছেন)।

মহানবী (সাঃ) বলেছেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার মাথার কাছে একজন ফেরেশতা রাতযাপন করে এবং ঐ ব্যক্তি জাগ্রত হওয়ার পূর্ব পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। ফেরেশতা বলতে থাকে, “হে আল্লাহ! তুমি তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও। কেননা সে পবিত্র অবস্থায় রাতযাপন করছে। (তাবরানী ও বায়হাকী।)

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে