ইসলাম ডেস্ক: পরম করুণাময় দয়ালু মহান আল্লাহ তায়ালা আল-কোরআনে এরশাদ করেছেন, তিনিই মানুষকে সৃষ্টি করেছেন। মানুষকে কথা বা ভাষা শিখিয়েছেন। (সুরা রহমান : ১-৪)। মানুষের বাকশক্তি এমন একটি বিশিষ্ট নিয়ামত, যা মানুষকে জীবজন্তু ও পৃথিবীর অন্যান্য সৃষ্টি থেকে পৃথক করে রেখেছে। আল্লাহ যে বাকশক্তি দান করেছেন এটি শুধু বাকশক্তিই নয় বরং এর পেছনে জ্ঞান ও বুদ্ধি, ধারণা ও অনুভূতি, বিবেক ও সংকল্প এবং অন্যান্য মানসিক শক্তি কার্যকর থাকে।
ইসলামের দৃষ্টিতে পৃথিবীর সর্বোত্তম কথা হলো কালিমাতুত তাইয়্যেবা তথা ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই’ এ কথা বলা। রাসুল (সা.) বলেছেন, মুসলিম সে, যার ভাষা ও কর্ম থেকে মুসলমানেরা নিরাপদ থাকে। (সহিহ বোখারি)। রাসুল (সা.) আরো বলেছেন, ভাষার ফসলই মানুষকে জাহান্নামে উপুড় করে নিক্ষেপ করবে। (তিরমিজি)