সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০১:১৮:৪৩

জেনে নিন আল-কোরআনের নূর সুরা ফাতিহার বাংলা অর্থ

জেনে নিন আল-কোরআনের নূর সুরা ফাতিহার বাংলা অর্থ

ইসলাম ডেস্ক: সুরা ফাতিহাকে কুরআনের উদ্বোধনী সুরা বলা হলেও বেশিরভাগ মুফাসসির মনে করেন, সুরা আলাক্বের প্রথম আয়াতটিই হল কুরআনের প্রথম আয়াত যা হেরা গুহায় বিশ্বনবী (সা.)'র ওপর নাজিল হয়েছিল। কিন্তু পরবর্তীকালে সুরা ফাতিহাই কুরআনের প্রথম সুরা হিসেবে বিবেচিত হয়েছে। এই সুরাকে কোরআনের নূর বলা হয়। তাই মুসলমান হিসেবে চলুন জেনে নিই ছোট্ট এই সূরাটির অর্থ:

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
01
 الْحَمْدُ للّهِ رَبِّ الْعَالَمِينَ
02
 الرَّحْمـنِ الرَّحِيمِ
03
 مَـالِكِ يَوْمِ الدِّينِ
04
 إِيَّاكَ نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِينُ
05
  اهدِنَــــا الصِّرَاطَ المُستَقِيمَ
06
 صِرَاطَ الَّذِينَ أَنعَمتَ عَلَيهِمْ غَيرِ المَغضُوبِ عَلَيهِمْ وَلاَ الضَّالِّينَ

এই সুরার অর্থ:
১.পরম দয়ালু ও দাতা আল্লাহর নামে শুরু করছি।
২. সকল প্রশংসা কেবলই আল্লাহর যিনি (বিশ্ববাসী ও )বিশ্বজগতের প্রতিপালক।
৩. তিনি দাতা ও অতি দয়ালু।
৪. তিনি প্রতিদান দিবসের মালিক।
৫. (হে আল্লাহ) আমরা একমাত্র তোমারই ইবাদত করি ও একমাত্র তোমার কাছেই সাহায্য চাই।
৬. আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন।
৭. তাদের পথে যাদেরকে তুমি নেয়ামত দিয়েছ, তাদের পথে নয় যারা অভিশপ্ত নয় ও পথভ্রষ্টও নয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে