ইসলাম ডেস্ক: আযানের সুর কতই না মধুর। ময়াজ্জিনেরা নামাজের সময় হলে মসজিদের মাইকে যখন মধুর কণ্ঠে আযান দেন, তখন আল্লাহর মুমিন বান্দারা ইবাদতের জন্য মসজিদে যেতে শুরু করে। কিন্তু আযান শুনলে কি ফুল ফোটা সম্ভব?
বিস্ময়কর হলেও সত্য যে, আজারবাইজানের এক প্রজাতির ফুল আযান শুনলেই ফোঁটে। আবার আযান শেষ হলেই বন্ধ হয়ে যায়।এই ফুল নিয়ে অনেক গবেষণা হয়েছে।
আযানের মতো সুর করে অন্য কোনো কিছু গাওয়া হলে ফুল ফুঁটছে না। যতবার আযানের শব্দ ওখানে পৌঁছায়, ততবার ফুঁটছে সে ফুল।বিজ্ঞানের সকল গবেষণার পর ফল একটা-ই পাওয়া গেছে। আর তা হলো- ‘দু:খিত! আমরা এই রহস্যের ব্যাখা করতে পারছি না। একমাত্র আল্লাহই ভালো জানেন’।