ইসলাম ডেস্ক: সম্প্রতি ৬০৬ থেকে ৬৫২ খ্রীস্টাব্দের মধ্যে হাতে লেখা একটি আল-কোরআনের সন্ধান পাওয়া গেছে। প্রায় ১৪০০ বছর আগের কোরআন সন্ধান পাওয়ার মাধ্যমে ‘কোরআনকে আমিই রক্ষা করব’ আল্লাহ রাব্বুল আলামীনের সেই অময় বাণী যেন আবারো যেন ফুটে উঠল।
সম্প্রতি সন্ধান পা্ওয়া ওই আল-কোরআনটি জার্মানীর একটি লাইব্রেরীতে রাখা আছে। বার্লিনের নিউজ এজেন্সি জানায়, কোরআনের এ অক্ষরগুলো পাতলা চামড়ার উপর লেখা। যেটা বার্লিনের গবেষকদের জন্য শিক্ষা, ইতিহাস ও গবেষণায় ব্যবহৃত ‘প্রুশিয়ান স্টেট’ লাইব্রেরিতে সংরক্ষিত রয়েছে। খবর জার্মান ভিত্তিক পত্রিকা ডিডাব্লিউ।
প্রুশিয়ার স্টেট গ্রন্থাগার সূত্রে জানা গেছে, তাদের নিকট এর পূর্ণাঙ্গ কোরআন শরিফটি সংরক্ষণ নেই। এখানে মাত্র সাতটি পাতা এমন রয়েছে, যা প্রকৃত পক্ষে পাতলা চামড়ার উপর লিখিত।
সর্বশেষ গবেষণা ও আধুনিক যন্ত্রে পরীক্ষা নিরীক্ষা করার পর প্রমাণিত হয়, কোরআনটি আনুমানিক ৬০৬ থেকে ৬৫২ খ্রীস্টাব্দের মধ্যে পাতলা চামড়ার উপর লেখা হয়। এর মধ্যে সাতটি পৃষ্ঠা সর্বোচ্চ মহানবী (সা.) এরইন্তেকালের ২০ বছর পর লেখা হয়। মহানবী (সা.) -এর জন্ম হয় মক্কায় ৫৭০ খ্রীস্টাব্দে ও মৃত্যু হয় ৬৩২ খ্রীস্টাব্দে মদিনায়।
জানা যায়, এই নুসখাটি একজন জার্মান লোকের মালিকানায় ছিল। যিনি ১৯ শতাব্দীর শেষ থেকে ২০ শতাব্দীর শুরুর দিকে মিশরের রাজধানী কায়রোতে গবেষণার কাজে যুক্ত ছিলেন। কায়রোতে ওই জার্মান গবেষক ও সমাজবিজ্ঞানীর মৃত্যুর পর জার্মানির সংরক্ষাগার ওই লাইব্রেরি নুসখাটি ক্রয় করে নিয়ে আসে।
সম্প্রতি ১৪শ’ বছরের এ পুরাতন নুসখাটিকে সুইজারল্যান্ডের জুরিখ ইউনিভার্সিটিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। যেখানে রেডিও কার্বন টেস্টের মাধ্যমে নুসখাটির প্রকৃত বয়স নির্ণয় করা হয়।
রেডিও কার্বন টেস্টের মাধ্যমে প্রমাণিত হয়, নুসখাটির সাথে সম্পৃক্ত সাতটি পাতা ৬০৬ থেকে ৬৫২ খ্রীস্টাব্দের মধ্যে লেখা হয়। সর্বোচ্চ পয়গাম্বর আ. -এর মৃত্যুর ২০ বছর পরে।