শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১, ০৭:৪৭:৫৮

প্রখ্যাত ইসলাম প্রচারক শেখ আলী জাবের আর নেই

প্রখ্যাত  ইসলাম প্রচারক শেখ আলী জাবের আর নেই

ইন্দোনেশিয়ার প্রভাবশালী ইসলাম প্রচারক শেখ আলী জাবের মারা গেছেন। বৃহস্পতিবার দেশটির ইয়ারসি নামক হাসপাতালে স্থানীয় সময় সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

ওলামা ফাউন্ডেশনের ইনস্ট্রাগ্রাম অ্যাকাউন্টে তার মৃত্যুর বিষয়টি ঘোষণা করেন শেখ আলী জাবের ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিব আবদুররহমান আলহাবসি। তিনি জানান, গত ২৯ ডিসেম্বর তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।  মৃত্যুর আগে তার করোনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছিল। 

ইন্দোনেশিয়ার সংবাদ মাধ্যম আনতারা নিউজ জানিয়েছে, প্রখ্যাত এ আলেম সৌদি আরবের মদিনায় ১৯৭৬ সালের ৩ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার পুরো নাম আলী সালেহ মোহাম্মদ আলী জাবের। তিনি মুসলিমদের কাছে ওলামা ও ইসলাম প্রচারক হিসেবে পরিচিত। 

২০১১ সালে ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধোইয়োনোর সময়ে আলী জাবেরকে দেশটির নাগরিকত্ব দেয়া হয়। গত এক দশকে ইন্দোনেশিয়ার জনপ্রিয় ইসলামি ব্যক্তিত্বে পরিণত হন তিনি। দেশটির টিভিতে তার বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার হয়।
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে