ইসলাম ডেস্ক : সৃষ্টিকর্তার কতকিছুই না সৃষ্টি। পাশাপাশি দুটি সাগর মিলিত হয়েছে অথচ এদের পানি কখনো একত্রে মিশে না।
বিজ্ঞানীরা মাত্র কয়েক বছর আগে আবিষ্কার করে যে, দুটি সাগর একসাথে মিলিত হয়েছে এবং দুটিই পরস্পরের সাথে সম্পূর্ণ আলাদাভাবে বয়ে যাচ্ছে।
অথচ ১৪০০ বছর আগেই পবিত্র আল কোরআনে সূরা আর-রহমানে এই অলৌকিক ঘটনার বর্ণনা করা হয়েছে।
‘তিনি পাশাাপাশি দুইটি সাগর প্রবাহিত করেছেন, উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল, যা তারা অতিক্রম করে না’- (সূরা আর-রহমান ১৯,২০)
ছবিটি আলাস্কা উপসাগরের মিলনস্থন, যেখানে (Baltic Sea and North Sea) দুটি সাগর মিলিত হয়েছে অথচ এদের পানি কখনো একত্রে মিশে না।