সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০২:০৪:৩১

ইব্রাহিমি মসজিদে আজান নিষিদ্ধ করেছে ইসরাইল

ইব্রাহিমি মসজিদে আজান নিষিদ্ধ করেছে ইসরাইল

ইসলাম ডেস্ক : ইসরাইল অধিকৃত হেবরন নগরীর ইব্রাহিমি মসজিদে লাউডস্পিকার দিয়ে আজান নিষিদ্ধ করেছে ইসরাইলি ওকুপেশন অথোরিটি (আইওএ)।  ইহুদি বসতি স্থাপনকারীদের সমস্যার অজুহাত দেখিয়ে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বিষয়টি নিশ্চিত করেছেন।  তবে নিষেধাজ্ঞাটি অনির্দিষ্টকালের জন্য কিনা তা জানা যায়নি।

মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, নিষেধাজ্ঞাটি ইসলাম এবং ধর্মীয় স্বাধীনতার প্রতি হস্তক্ষেপ।  ইসরাইল আন্তর্জাতিক সনদ ও মানবাধিকারের রেড লাইন লঙ্ঘন করেছে।

হজরত ইব্রাহিমের (আ.) কবরে ইব্রাহিমি মসজিদ নির্মাণ করা হয়েছে বলে ধারণা করা হয়।  এটা হেবরন নগরীর কেন্দ্রস্থলে অবস্থিত।  সেখানকার ৫০০ ইহুদি বসতি স্থাপনকারীর সাথে আজান নিয়ে প্রায়ই উত্তেজনার সৃষ্টি হয়।  এ খবর দিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে