 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
ইসলাম ডেস্ক : পবিত্র মদিনার মসজিদে নববি। মুসলিম উম্মাহর সর্বোচ্চ আবেগ ও ভালোবাসার স্থান। নিরাপদ দূরত্বে অবস্থান করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মুমিন মুসলমানের নামাজের জন্য আবারও মসজিদে নববির ছাদ খুলে দেয়া হয়েছে। খবর আরব নিউজ।
পুনরায় মসজিদে নববির ছাদ খুলে দেয়ার ফলে মুসল্লিরা প্রতিদিন ফজর, মাগরিব ও ইশার নামাজ পড়ার পাশাপাশি প্রতি শুক্রবার পবিত্র জুমআর নামাজও ছাদে আদায় করতে পারবেন। এ ওয়াক্ত ও দিনগুলোতে ব্যাপক লোক সমাগম হয়। মূল মসজিদ, বাহিরের স্থানগুলোতে মুসল্লিদের জায়গা না হওয়ার কারণেই খুলে দেয়া হয়েছে ছাদ।
হারামাইন কর্তৃপক্ষের তথ্য মতে, মদিনার মসজিদে নববরি ছাদে যথাযথ নিরাপদ দূরত্বে একসঙ্গে প্রায় ১০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। তবে মসজিদে নববির ছাদে নামাজে অংশগ্রহণকারীদের শারীরিক তাপ মাপা জন্য একাধিক সিড়ি ও স্থানে থার্মাল ক্যামেরা স্থাপন করা হয়েছে।
মসজিদে নববির ছাদে নামাজ পড়তে যাওয়ার জন্য পাঁচটি প্রবেশদ্বার নির্ধারিত রয়েছে। ৫, ৮, ২১, ৩৪ এবং ৩৭ নং প্রবেশদ্বার দিয়ে নামাজের নির্ধারিত সময়ে মুসল্লিরা মসজিদে নববির ছাদে ওঠে নামাজ পড়তে পারবেন।
 
  
                             
                                    
                 
  
                             
                                    
                 
  
                             
                                    
                 
  
                             
                                    
                