শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী, ২০২১, ১০:৫৫:৩৪

আলহামদুলিল্লাহ্, করোনায় আক্রান্ত হননি ওমরাহ পালনকারীদের কেউ

 আলহামদুলিল্লাহ্, করোনায় আক্রান্ত হননি ওমরাহ পালনকারীদের কেউ

ইসলাম ডেস্ক : আলহামদুলিল্লাহ্, করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে ওমরাহ পালনকারীদের কেউ করোনায় আক্রান্ত হননি। গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সির প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস এ তথ্য জানিয়েছেন।

গত ৪ অক্টোবরে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে পর্যায়ক্রমে ওমরাহ কার্যক্রম শুরু হয়। গত চার মাসে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে আসা ওমরাহ যাত্রী ও নামাজ আদায়কারীদের কেউ করোনায় সংক্রমিত হননি। 

করোনা মহামারিরোধে মসজিদুল হারাম ও মসজিদে নববির সুরক্ষায় স্বাস্থ্যবিধি পালনে সাফল্য নিয়ে একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। হজ, ওমরাহ ও ভিসা গবেষণা বিষয়ক সাইন্টিফিক ফোরামের সৌদির ২০ তম অধিবেশন তা অনুষ্ঠিত হয়। 

শায়খ সুদাইস বলেন, ‘মসজিদ ও মক্কা-মদিনার পূণ্য ভূমিতে স্বাস্থ্য সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ করোনা মহামারি থেকে সবচেয়ে নিরাপদ ও সুরক্ষিত স্থান হিসেবে বিবেচিত হয়েছে।’ 

গত ৪ জানুয়ারি করোনা মহামারিরোধে ওমরাহ আদায় স্থগিত করা হয়। ওমরাহ পুনরায় চালুর পর বিগত চার মাসে প্রায় ১৯ লাখ ৩৪ হাজার লোক ওমরাহ পালন করেছেন এবং ৫৪ লাখ ৮০ হাজার মুসল্লি মসজিদুল হারামে নামাজ আদায় করেছেন। সূত্র : আরব নিউজ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে