বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো ধারাবাহিক কোরআনি মজলিস ও পবিত্র কোরআন মুখস্থের বিশেষ ক্লাস বন্ধ রয়েছে। এ সময় সৌদি আরবের আল আফলাজ জেলার কয়েকটি মসজিদ নিয়মিত ক্লাসের বিকল্প হিসেবে অনলাইন ক্লাসের আয়োজন করে এবং ছোট শিশুরা বাসায় থেকেই এ ক্লাসে অংশগ্রহণ করে এবং সাফল্যের দেখা পায়।
সৌদি গণমাধ্যম সাবাক জানায়, জেলার পাঁচজন অপ্রাপ্ত বয়স্ক শিশু এই অনলাইন কোর্সে অংশ নিয়ে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছে। ফলে তাহফিজু কোরআনিল কারিম ফাউন্ডেশন আয়োজিত এ কোর্স শিশু শিক্ষার্থীদের জন্য খুবই উপযোগী ছিল বলে ধারণা করা হচ্ছে।
তাহফিজু কোরআনিল কারিম ফাউন্ডেশনের তরফ থেকে বলা হয়, অনলাইন ক্লাসে শুরুতে তিলাওয়াতের মান নিয়ে আলোচনা হতো। পরে হিফজ যুক্ত করা হয় এবং সাফল্য আসে। পাঁচ শিক্ষার্থীর দুজন মসজিদুল ইহসানের মুসল্লি, দুজন মসজিদুল ফোরকানের এবং একজন মসজিদুত তাওহিদের। হিফজ সম্পন্নকারী প্রতিটি শিক্ষার্থীকে অনলাইন সেমিনারের মাধ্যমে বিশেষ সম্মাননাও দেওয়া হয়েছে। মাতা-পিতা ও শিক্ষকদের উপস্থিতিতে তাদের দেওয়া হয় বহুমূল্যমানের উপঢৌকন। সূত্র : সাবাক।