সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০২:১৪:৪৩

মস্কোর নামাজি ভাইদের জন্য সুসংবাদ

মস্কোর নামাজি ভাইদের জন্য সুসংবাদ

ইসলাম ডেস্ক: নামাজ বা সালাত হল মুসলমানদের প্রধান ইবাদত। প্রতিদিন ৫ ওয়াক্ত (নির্দিষ্ট নামাযের নির্দিষ্ট সময়) নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক বা ফরজ। নামাজ ইসলামের পঞ্চস্তম্ভের একটি। শাহাদাহ্‌ বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ।

ধর্মপ্রাণ মুসলমানদের এই গুরুত্বপূর্ণ ইবাদতটি অনেক সময় ভ্রমন কিংবা যানবাহনে থাকায় সঠিক সময়ে করা হয়ে উঠে না। তাই চলার পথে নামাজি ভাইদের এই দূর্ভোগ থেকে রক্ষা করতে মোবাইল মসজিদ বানিয়েছে মস্কোর একটি বাস কোম্পানি। মসজিদটিতে ওজুর ব্যবস্থার পাশাপাশি ৬ থেকে ৭জন মানুষ নামাজ পড়তে পারবেন।


পরীক্ষা মূলক ভাবে একটি বাসের মধ্যে এই মোবাইল মসজিদটি তৈরী করা হয়েছে। এ ধরণের আরো ৮টি মসজিদ তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রকল্পটির প্রধান আইরাত সিমুদের। ইন্টারনেটে জামায়াতে নামাজ পড়তে আগ্রহীদের ইচ্ছার ওপর ভিত্তি করেই মূলত মোবাইল মসজিদ তৈরির পরিকল্পনা হাতে নিয়েছেন বলে তারা জানান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে