সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০২:১৫:৩৯

ইসলাম কি বলছে, শ্বশুর-শাশুড়িকে আব্বা-আম্মা বলা যাবে কি?

ইসলাম কি বলছে, শ্বশুর-শাশুড়িকে আব্বা-আম্মা বলা যাবে কি?

ইসলাম ডেস্ক: আমাদের বাংলাদেশে প্রায় ৯০ ভাগ মানুষই মুসলমান। আমাদের এই দেশের মুসলিম সংস্কৃতি অনুযায়ি সবাই শ্বশুর-শ্বাশুড়িকে আব্বা কিংবা আম্মা আবার কেউ কেউ বাবা কিংবা মা বলে ডেকে থাকেন। এ বিষয়ে ইসলাম আসলে কি বলছে চলুন জেনে নিই।

শ্বশুড়-শ্বাশুড়িকে আব্বা-আম্মা বলা যাবে কিনা বা যদি বলা যায় তাহলে ওই হাদিসের ব্যাখ্যা কী হবে, যে হাদিসে অন্যকে পিতা বলে সম্বোধন করতে নিষেধ করা হয়েছে?
যে হাদিসে অন্যকে পিতা বলতে নিষেধ করা হয়েছে তার অর্থ হলো এই, বংশপরিচয় প্রকাশ করার ক্ষেত্রে আসল পরিচয় গোপন রেখে নিজের পিতার নাম উল্লেখ না করে, অন্যের নাম প্রকাশ করা কখনোই যাবে না। যেমন-আইডি কার্ড, পাসপোর্ট, জন্মনিবন্ধন অথবা এমন কোনো দলিল বা স্থান যেখানে কোনো ব্যক্তির জন্মদাতা পিতার নাম প্রকাশ করা জরুরি হয়।

আর স্বামী বা স্ত্রীর পিতা-মাতাকে সম্মানার্থে আব্বা-আম্মা বলে সম্বোধন করার দ্বারা বংশপরিচয় গোপন হয় না। তাই শ্বশুড়-শ্বাশুড়িকে আব্বা-আম্মা বলা হাদিসের নিষেধাজ্ঞার আওতাভুক্ত নয় এবং তা জায়েজ।

সূত্র: আহকামুল কুরআন, জাসসাস ৩/৩৫৪; সহীহ বুখারী, হাদীস : ৬৭৬৬; ৬৭৬৮, ৪৩২৬, ৪৩২৭,৩৫০৮; উমদাতুল কারী ১৬/৭৯; সহীহ মুসলিম, হাদীস : ১১২-১১৫; ইকমালুল মুলিম ১/৩১৯;

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে