সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৩৬:১৬

‘নিশ্চয় আল্লাহ’র নিকট ধর্ম হিসাবে মনোনিত একমাত্র ইসলাম'

‘নিশ্চয় আল্লাহ’র নিকট ধর্ম হিসাবে মনোনিত একমাত্র ইসলাম'

ইসলাম ডেস্ক: ‘ইসলাম’ শব্দটি এসেছে আরবি শব্দ ‘সালাম’ থেকে। যার অর্থ শান্তি। অতএব ইসলাম অর্থ শান্তি অর্জন। কোরআন হাদিসে ইসলাম শব্দটি বার বার এসেছে। সুরা ইমরানের ১৯ নম্বর আয়াতে ইসলাম শব্দটিকে উল্লেখ করা হয়েছে। ‘নিশ্চয় আল্লাহ’র নিকট ধর্ম হিসাবে মনোনিত একমাত্র ইসলাম।’ আর ইসলাম শব্দটি থেকে এসেছে ‘মুসলিম’। যার অর্থ হচ্ছে শান্তির কাছে আত্মসমর্পণ করা। ‘মুসলিম’ শব্দটি রয়েছে সুরা ইমরানের ৮০ নম্বর আয়াতে।

বৃহস্পতিবার পিস টিভি বাংলায় ‘হিন্দুইজম ও ইসলাম’ আলোচনায় ‘ইসলাম’ ও ‘মুসলিম’ শব্দের এ ব্যাখা দিয়েছেন ড. জাকির নায়েক।

এ সময় তিনি বলেন, অনেকের নিকট একটি ভুল ধারণা রয়েছে। অনেকে বলেন, ইসলাম ধর্মের প্রবর্তক মুহাম্মদ সা.। ইসলাম ধর্মের প্রবর্তক মুহাম্মদ সা. নন। মুহাম্মদ সা. হচ্ছেন ইসলাম ধর্মের সর্বশেষ ও চূড়ান্ত নবী। ইসলাম ধর্মের প্রবর্তন হয়েছে পৃথিবীর সূচনালগ্ন থেকেই। শান্তির ডাক পৃথিবীর সূচনালগ্ন থেকেই শুরু হয়েছিল।

এ আলোচনায় ড. জাকির নায়েক হিন্দুধর্ম ও ইসলাম ধর্মের সাদৃশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন।-আমাদের সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে