মঙ্গলবার, ০৯ মার্চ, ২০২১, ০৬:৫২:৩৬

হজ-ওমরাহ পালনে বিশাল সুখবর দিল সৌদি সরকার

হজ-ওমরাহ পালনে বিশাল সুখবর দিল সৌদি সরকার

হজ-ওমরাহ পালনে বিশাল সুখবর দিল সৌদি সরকার! ওমরাহ ও হজ পরিচালনায় প্রতিষ্ঠানগুলোর জন্য বেশকিছু প্রণোদনার অনুমোদন দিয়েছে দেশটির সরকার। দেশটির বার্তা সংস্থা এসপিএ সোমবার এমন খবর প্রকাশ করে। 

কোভিড-১৯ মহামারিতে ব্যক্তিগত, ব্যবসায়িক খাত ও বিনিয়োগে প্রভাব লাঘবে এমন উদ্যোগ নিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। যেসব খাতে প্রণোদনা দেওয়া হবে-

>> মক্কা ও মদিনায় আবাসন প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স নবায়নে এক বছরে কোনো অর্থ দিতে হবে না। পরবর্তীতে এ সময় আরও বাড়ানো হতে পারে।
>> হজ ও ওমরাহ খাতে কর্মরত প্রবাসীদের আবাসন ফি আগামী ছয় মাসের জন্য স্থগিত থাকবে। এ সংক্রান্ত কিস্তি পরিশোধের মেয়াদ এক বছর করা হয়েছে।

>> চলতি বছরের হজ মৌসুমে নতুন বাসের শুল্ক আদায় আগামী তিন মাসের জন্য বন্ধ থাকবে। নির্ধারিত তারিখ থেকে চার মাস মেয়াদে কিস্তি পরিশোধ করতে হবে।

>> মক্কা ও মদিনায় পৌর বাণিজ্য কার্যক্রমে আবাসন প্রতিষ্ঠানগুলোকে এক বছরের জন্য লাইসেন্স ফি মওকুফ করে দেওয়া হবে।

>> নিয়োগকৃত প্রবাসীদের ফি দেওয়া থেকে হজ ও ওমরাহ খাতের প্রতিষ্ঠানগুলোকে ছয় মাসের জন্য রেহাই দেওয়া হবে।

>> হজ ও ওমরাহ যাত্রীদের পরিবহনে বাস কোম্পানিগুলোর লাইসেন্স কোনো ফি ছাড়াই এক বছর বাড়িয়ে দেওয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে