মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ০২:১১:৪০

দীর্ঘ চার দশক ধরে মসজিদে নববিতে কাজ করায় প্রশংসায় ভাসছেন ৮০ বছরের বৃদ্ধ

 দীর্ঘ চার দশক ধরে মসজিদে নববিতে কাজ করায় প্রশংসায় ভাসছেন ৮০ বছরের বৃদ্ধ

ইসলাম ডেস্ক : পবিত্র মসজিদে নববিতে দীর্ঘ চার দশক যাবত দায়িত্ব পালনের পর অবসর গ্রহণ করেছেন এক বৃদ্ধ। সম্প্রতি ৮০ বছর বয়সী মুকতাদার ছবি সামাজিক যোগাযোগে ভাইরাল হয়। দীর্ঘকাল ধরে মসজিদে মানুষের নিয়োজিত থাকায় সবাই বৃদ্ধের প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃদ্ধের ছবি ভাইরাল হওয়ার পর সৌদির অনেক নাগরিক বৃদ্ধের জন্য অর্থ সংগ্রহ শুরু করে। তাছাড়া বৃদ্ধের দীর্ঘ সেবার সম্মাননায় তাঁকে অব্যাহতি না দিয়ে নিজ পদে বহাল রাখা আবেদন জানিয়েছে। 

দীর্ঘ চার দশক মসজিদে নববিতে কাজের পর স্থানীয় গণমাধ্যমকে মুকতাদা নিজের অনুভূতি জানিয়ে বলেন, ‘আমাকে নিয়োগকর্তা যখন জানাল যে আমি অবসরগ্রহণ করতে যাচ্ছি, ওই মুহূর্তটি আমার জন্য খুবই কঠিন ছিল।’ 

তাছাড়া সৌদি সরকারের কাছে দেশটির অনেক নাগরিক বৃদ্ধকে সম্মাননা হিসেবে স্থায়ী বসবাস ও নাগরিকত্ব দিতে বলেছেন। তাছাড়া  মসজিদে নববিতে ৪০ বছর কাজের সম্মাননা হিসেবে সৌদিতে অবস্থানকালে নিয়মিত বেতন প্রদানের কথাও জানিয়েছেন সৌদি নাগরিকরা। সূত্র : ইসলামিক ইনফরমেশন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে